প্রকাশিত: Mon, Jan 9, 2023 8:47 AM
আপডেট: Thu, Jul 3, 2025 5:53 PM

সিরাজুল আলম খান দেশের রাজনৈতিক ইতিহাসে ছিলেন, আছেন

সৈয়দ ইশতিয়াক রেজা : সিরাজুল আলম খানকে প্রথম দেখি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। আমার এক কবি বন্ধু নিয়ে গিয়েছিল ইসকাটনের এক বাসায়। ও ছাত্র ইউনিয়ন করতো। তবে ওর পরিবারের কয়েকজন জাসদ করতো। দেখলাম সিরাজুল আলম খান লম্বা হুক্কা টানছেন, কথা বলছেন, আর  একগাদা ভক্ত তাঁর কথা শুনছেন। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে আবার পরিচয় করিয়ে দেন এক বড় ভাই। মজার ব্যাপার তিনিও কম্যুনিস্ট পার্টি করতেন, তবে সিরাজুল আলম খানের সঙ্গে তাঁর সখ্যতা ছিল। এরপর বহু আড্ডা হয়েছে রাজনীতির এই রহস্য মানবের সঙ্গে। সেগুলো বেশিরভাগই ছিল তর্ক। তাঁর রাজনৈতিক লাইন, চিন্তাধারার কঠোর সমালোচনা করতাম। সেখানে উপস্থিত তার অনুসারীরা কিছুটা বিব্রত হতেন। 

তবে তিনি শুনতেন, জবাব দিতেন শান্তভাবে। বিভিন্ন সময়ে লেখা তাঁর বই ও পুস্তিকা দিতেন পড়তে। এগুলো পড়ে আরও তর্ক করতাম। পরিচয়ের আগে শুনতাম, সিরাজুল আলম খানকে টেবিল টকে হারানো যায় না। আমাদের হারজিতের প্রশ্ন ছিল না। তিনি আমার কথা শুনতেন, প্রয়োজনীয় জবাব দিতেন। অনেকদিন দেখা নাই সিরাজুল আলম খানের সঙ্গে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন, আছেন। আলোচনা সমালোচনা সবই আছে তাঁকে নিয়ে। আজ তাঁর জন্মদিন।  শুভেচ্ছা জানাই। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে